খবর৭১:রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। ৩২ বছর বয়সী এই ক্রাউন প্রিন্স আগামী ৭ মার্চ যুক্তরাজ্য সফরে যাবেন বলে একাধিক সূত্র থেকে জানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের একজন মুখপাত্র জানান, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য সফরে আসবেন সৌদি ক্রাউন প্রিন্স। জঙ্গিবাদ, উগ্রপন্থা, সহিংসতা, ইয়েমেনের মানবিক বিপর্যয় এবং সিরিয়া ও ইরাকের ব্যাপারেও দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে তার ওই সফরে।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলায় বিপর্যয় শুরু হয়েছে। মারাত্মকভাবে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে মধ্যপ্রাচ্যের এই গরীব দেশ। দুর্ভিক্ষ ও বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘও।
এদিকে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির বড়ো বাজার সৌদি আরব। গত তিন বছরে কয়েক বিলয়ন পাউন্ডের অস্ত্র সৌদির কাছে বিক্রি করেছে দেশটি।
এদিকে গত মঙ্গলবারই সৌদি ক্রাউন প্রিন্সের যুক্তরাজ্য সফর বাতিলের দাবিতে থেরেসা মের দৃষ্টি অাকর্ষণ করে ১১ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
খবর৭১/জি: