জয়পুরহাটে ঠিকানা বলতে পারছে না হারিয়ে যাওয়া শিশুটি

0
483

খবর৭১:মোঃ অালী হাসানঃ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের স্টেশন এলাকা থেকে ওমর ফারুক নয়ন (৪) নামে একটি শিশু উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ওই
এলাকায় কান্নারত অবস্থায় পথচারী রনি, আসলাম ও আল-আমিন নামে তিন কিশোর নয়নকে উদ্ধার করে সদর
থানার হেফাজতে দেয়। পথচারী ওই তিন কিশোর জানায়, রাতে স্টেশন এলাকায়
তারা কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখে এগিয়ে গেলে দুর্বত্তরা শিশুটিকে ফেলে পার্বতীপুরগামী ট্রেনে চড়ে পালিয়ে
যায়। পরে তারা শিশুটিকে থানা হেফাজতে দেয়। শিশুটির হাত-পা, পিঠ ও মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
উদ্ধারকৃত নয়ন তার ঠিকানা ভালোভাবে না বলতে পারলেও তার গ্রামের বাড়ি পার্বতীপুর, বাবার নাম রুবেল হোসেন, মার নাম ফাতেমা বেগম ও বড় ভাইয়ের
নাম ফাত্তাহ্ বলে জানিয়েছে। সে জানায় তিনটি ছেলে তাকে বেড়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে আসে এবং তারা সবাই মিলে স্টেশনে নিয়ে মারপিট করে।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, শিশুটিকে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু সে তার বাবা-
মার নাম ছাড়া ঠিকানা বলতে পারছে না, তাই শিশুটি থানা হেফাজতে থাকবে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে আসল ঘটনা উৎঘাটন করা হবে। তিনি বলেন, কেউ যদি শিশুটির বাবা-মার ঠিকানা ও
পরিচয় জানাতে পারেন তাহলে জয়পুরহাট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।জয়পুরহাট সদর থানার ওসির মোবাইল নম্বর- ০১৭১৩-৩৭৪০৮২।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here