কলম্বিয়ায় বিস্ফোরণে পাঁচ সেনা নিহত

0
510

খবর ৭১: কলম্বিয়ায় বিস্ফোরণে পাঁচ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন জানায়, মঙ্গলবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেনাবাহিনী ওই বিস্ফোরণের জন্য বিদ্রোহীদের দোষারোপ করে বলছে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় নর্টে দে সেন্টাডারে একটি কৌশলগত অভিযানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

হাতে তৈরি একটি বিস্ফোরক দিয়ে ওই বিস্ফোরক ঘটানো হয়। তবে এর চেয়ে বেশি কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী।

এ হামলা দায় এখনও কেউ স্বীকার করেনি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস হামলার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, যারা ওই হামলার সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতার মধ্যে আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here