খবর ৭১:বসন্তের শুরুতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা। সোমবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে আবদুল আলীম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১২জন আহত হয়েছে।
এছাড়া ঝড়ে কমপক্ষে তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি, ২৪টি নৌকা ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।
নিহত আবদুল আলীম (২০) বারবালা চরের মৃত পণ্ডিত আলীর ছেলে। তিনি নদীতে মাছ ধরতেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ও জুলহাস হোসেন জানান, সোমবার রাতে চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি, স্থলচর চরাঞ্চলের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এসময় মাছ ধরা নৌকা নিয়ে আবদুল আলীম ও তার ভাই বরিচান বারবালা নদীর তীরে আশ্রয় নেয়। পরে নদীর পাড় ভেঙ্গে তারা চাপা পড়ে। কিছুক্ষণ পর বরিচান মাটির চাপা থেকে বের হতে পারলেও তার ভাই আব্দুল আলীম মারা যায়।
পরে স্থানীয়রা আলীমের তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে তাকে বেতিল কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।
খবর ৭১/ই :