রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত স্থগিত

0
371

খবর ৭১:মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আদালতে রবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিবুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে সোমবার মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের ওই চিঠি পাঠানো হয়।

পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে মোবাইল ফোন অপারেটর রবি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here