খবর ৭১: চট্টগ্রামের সীতাকুণ্ডে বরযাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় কুমিরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের কাছ থেকে লুট করা মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ওই এলাকায় হাটহাজরী থেকে আসা একটি বরযাত্রীবাহী গাড়িতে হানা দেয় ডাকাতরা। এসময় গাড়িতে থাকা বরযাত্রীদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুট করে নেয়। এসময় এক বরযাত্রী পালিয়ে গিয়ে মহাসড়কে টহলরত র্যাব সদস্যদের ঘটনা জানায়।
খবর পেয়ে র্যাবের টিম ব্রিজের নিচে এসে দেখে সেখানে ডাকাতরা অবস্থান করছে। টর্চলাইটের আলোতে ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষে বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর এক পর্যায়ে ডাকাতরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে র্যাব গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।