শ্রীকৃষ্ণপুর-দিলাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,

0
720
 হাবিবুর রহমান নাছির
ছাতক সুনামগঞ্জ:

শ্রীকৃষ্ণপুর-দিলাল পুর
সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা,
পুরস্কার বিতরনী ও
সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত।।
হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধি :
ছাতকের দোলারবাজার
ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর দিলাল পুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের আয়োজনে
২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা,
পুরস্কার বিতরনী ও
সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গল ও বুধবার
ইউনিয়নের
শ্রীকৃষ্ণপুর-দিলাল পুর
সরকারী প্রাথমিক
বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগীতায়
ছাতক ও জগন্নাথপুরের ৯ টি
সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের
শিক্ষার্থীবৃন্দ
অংশগ্রহন করে।
পুরস্কার বিতরনী
অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন, শ্রীকৃষ্ণপুর-
দিলাল পুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়
পরিচালনা কমিটির
সভাপতি সাহেদুজ্জান সুপার । শিক্ষক জুয়েল আহমেদ ও
হাদিউল ইসলামের
পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন আ,লীগ নেতা জনাব আওলাদ আলী রেজা সাবেক প্রতিষ্টাতা ভিপি গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জনাব,মো: মোস্তফা আহসান হাবিব, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার ছাতক।
সভায় বক্তব্য রাখেন, আ লীগ নেতা হাজি আজমান আলী,
বিদ্যালয়ের প্রধান
শিক্ষক স্বপন কুমার
তালুকদার , তালুপাঠ
প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক নিশি
কান্তনাথ,
বুরাইয়া
প্রাথমিক বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
সাখাওয়াত হোসেন, বসন্ত-পুর
প্রাথমিক বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মোস্তাফিজুর রহমান ,
খাগহাটা প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান
শিক্ষক লিয়াকত
আলী, যোগল নগর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোখলেছুর রহমান,
শিক্ষক হোসনা বেগম,
সাকি বেগম , মাও.
আব্দুল খালিক,
সাজনা বেগম,
ইডেন
কিন্টারগার্ডেনের
অধ্যক্ষ নেহার বেগম সাবেক সদস্য
আব্দুল মানিক, হাজি ইলিয়াস আহমেদ লন্ডন প্রবাসী হাজি রফিক আলী
মছব্বির আলি, আব্দুল
হান্নান, তজ্জমুল আলী আব্দুল হক,আব্দুল মতিন,সুলেইমান আহমেদ,
সাংবাদিক হাবিবুর
রহমান নাছির।হাসিমুল ইসলাম বাছির মিয়া মাহবুব আলম, তাজ উদ্দিন সালেহ আহমেদ,জালাল হুসেন,ফয়জুল ইসলাম,আইন উদ্দিন,এনাম উদ্দিন,প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here