খবর৭১:
দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, শুদ্ধ বাংলায় গল্প বলা এবং শুদ্ধ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক, একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবী, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু, শিক্ষক হাবিবুর রহমান, প্রভাষক তৌহিদুল হোসেন মহলদার, পরিমল চৌধুরী, আলাউদ্দিন ফকির ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস। প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
খবর৭১/জি: