শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড

0
301

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি কালে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। মঙ্গলবার সকালে শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় এ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, বিএম হারন অর রশীদ, যুগ্ম সাধারন সম্পাদক ভিপি অ্যাড. মনিরুজ্জামান খান দিপু, মাহববু মোর্শেদ টিটু, যুব সম্পাদক ইজাজুল ইসলাম খান মামুন, সহ-প্রচার সম্পাদক অ্যাড. মৃধা নজরুল কবির, পৌরসভা সাধারন সম্পাদক সামসুল হক ঢালী, সহ-কৃষি সম্পাদক বাবুল খান, সদস্য মাসুদ দেওয়ান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, বিএনপি নেতা সজল মোল্যা, ছাত্রদল নেতা মোফাজ্জেল মোল্যা, সোহেল তালুকদার, জাসাস নেতা সুমন খান প্রমূখ। এ ব্যাপারে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানুকা এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি কালে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here