অস্ট্রেলিয়া থেকে ফিরেই শুটিংয়ে শাকিব-বুবুলী

0
344

খবর৭১: অস্ট্রেলিয়ায় রোববার শেষ হলো আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’র প্রথম পর্বের শুটিং। অস্ট্রেলিয়াতে সফলভাবে সিনেমাটির ৬৫ ভাগ দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। এরপর ঢাকায় ফিরে আসেন সিনেমার প্রধান কলাকুশলী শাকিব খান ও শবনম বুবলী।

একদিন বিশ্রাম নিয়ে আবার শুটিংয়ে ফিরছেন শাকিব-বুবলী জুটি। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিবেন তারা।

উত্তম আকাশ বলেন, ‘আমাদের টানা শুটিং করার কথা রয়েছে। চলতি মাস পুরোটাই শুটিং করব। এর আগে ছবির ৭০ শতাংশ শুটিং করেছি, বাকি ৩০ শতাংশ শেষ হবে এই পর্যায়ে।’

‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রোডাকশন। শাকিব খান ও শবনম বুবলী ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বড়দা মিঠু প্রমুখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here