ইরানের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

0
387

খবর৭১: ইরানে ৬৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। দ্বিতীয় দিনের মতো অনুসন্ধানের পর সোমবার এ ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

দেশটির জাগরোস পাহাড়ে পাওয়া গেছে বলে জানিয়েছেন কুহকিলোয়ি-বুয়ের আহমাদ প্রদেশের গভর্নর জাফর গোহারগানি।

তবে ইরানের সিভিল এভিয়েশন জানিয়েছে, তারা ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন এবং ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভিও খবরটি নিশ্চিত করতে পারেনি।

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী অসেমান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রবিবার সকাল ৮টায় রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল। তবে গন্তব্যের ২০ কিলোমিটার আগেই এটি বিধ্বস্ত হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here