স্মার্ট স্পিকার আনছে ফেসবুক

0
417

খবর৭১: নতুন দুইটি স্মার্ট স্পিকার আনছে ফেসবুক। এ বছরের জুলাই মাস নাগাদ এগুলো বাজারে পাওয়া যাবে। গতবছর ফেসবুক জানিয়েছিল টাচস্ক্রিন সম্বলিত স্মার্ট স্পিকার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। অবশেষে এটি বাজারে আসার খবর মিললো।

ডিজিটাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে রিপোর্ট বলছে, ফেসবুক এবার কনজুমার ইলেকট্রনিক্স মার্কেটেও হাত রাখছে। একটি নয়, দুটি স্মার্ট স্পিকার আনছে ফেসবুক। এগুলো হলো- আলোহা এবং ফিওনা।

২০১৮ সালের মাঝামাঝি সময়ে এগুলো বাজারে আসতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখা ভাল, আলোহা এবং ফিওনা কিন্তু এই প্রোডাক্টের কোড নেম, বাজারে আসার পর অন্য নাম হবে এর।

আলোহা এবং ফিওনা ১৫ ইঞ্চি টাচস্ক্রিনের। এগুলো এলজির তৈরি। প্রাথমিক ভাবে মেতে এই স্পিকার বাজারে আসার কথা থাকলেও, ফেসবুক আরও সময় নিচ্ছে।

অ্যাকোয়াস্টিক কোয়ালিটি এবং সফটওয়্যারকে আরেকটু চকচকে করছে ফেসবুক। ফলে জুলাইতে এই ডিভাইস বাজারে আসতে পারে।

ডিভাইস দুইটি ফেসবুকের গোপন বিল্ডিং 8 ল্যাবে তৈরি হয়েছে। এর টেকনোলজি বেশ আধুনিক। ভয়েস কমান্ড শুনতে পারবে এটি। এছাড়াও থাকবে ফেসিয়াল রেকগনিশন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here