ম্যানচেস্টারকে হারিয়ে কোয়াটার ফাইনালে উইগান

0
334

খবর৭১: শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়াটার ফাইনালে উঠে গেল উইগান অ্যাথলেটিক।

সোমবার রাতে উইগান অ্যাথলেটিকের মাঠ ডিডব্লিউ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ম্যাচের প্রথমার্ধে কোন দলই কাঙ্খিত গোল আদায় করতে পারেনি।

বিরতি থেকে ফিরে দুইদলই আরো গতিশীল ফুটবল খেলতে থাকে। একপর্যায়ে ম্যাচের ৭৯ মিনিট উইল গ্রেইগ গোল করে অ্যাথলেটিককে এগিয়ে নেন।

বাকি সময়ে প্রতিপক্ষ গোলটি পরিশোধ করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে উইগান।

আগামী ১৭ মার্চ সাইদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে উইগান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here