শাহীন রহমান পাবনা প্রতিনিধি :
পাবনায় শুরু হলো সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। বুধবার সকালে পাবনা পুলিশ লাইন মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা বিসিক শিল্পনগরীর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) জে এন পাল, এসএমই এন্টারপ্রাইজ এর এজিএম ফাহিম বিনতে আসমত, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে। সাথে রয়েছে বাংলাদেশ ব্যাংক, নাসিব, চেম্বার অব কমার্স ও বিসিক। মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আর প্রতিদিন দর্শনার্থীদের জন্য আয়োজন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
খবর ৭১/ ই: