উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের শেখ রাসেল সেতুর সামনে থেকে তল্লাশি চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির নাম তাপস ভট্টাচার্য্য (৩৮)। সে নড়াইল পৌরসভাধীন নয়নপুর গ্রামের সত্যেন ভট্টাচার্য্যরে ছেলে। বুধবার সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আর এ মাদকসেবীকে আটক করতে অভিযান পরিচালনা করেন নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস। বুধবার আটকের পর তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে সহকারি কমিশনার (ভূমি) আজিম উদ্দিন এক হাজার টাকা মুচলেকা নিয়ে এবং মাদক সেবন থেকে দূরে থাকার শর্তে তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। এছাড়া নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম নড়াইল থেকে মাদক দূরীকরণের লক্ষে সার্বক্ষণিক নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
খবর ৭১/ ই: