দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে দুপচাঁচিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুপচাঁচিয়া মহিলা কলেজ সেরা হিসাবে নির্বাচিত হয়। পরবর্তীতে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক, সহকারী শিক্ষা অফিসার মশিউল ইসলাম, সুবাস চন্দ্র পাল, রুসাইদা নাছরিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার কুণ্ডু ও লিপন মহলদার।
খবর৭১/এস: