খবর৭১:রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় সোলেমান হোসেন মজনু (৩২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মজনু একজন গাড়িচালক ছিলেন।গতকাল রবিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামপুরা থানার এসআই হানিফ উদ্দিন জানান, রাতে মিরপুর থেকে সাইকেলে করে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ফিরছিলেন মজনু। তিনি রামপুরা টিভি সেন্টার এলাকায় পৌঁছালে মালিবাগ থেকে বাড্ডাগামী একটি বাস তাকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে এসআই হানিফ জানান।
খবর৭১/জি: