খবর৭১:নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউপির পুরহরি গ্রামে প্রতিপক্ষের বাধার কারণে সেচ পাম্প বন্ধ ও সেচ ড্রেন ভেঙ্গে ফেলায় ৮০ একর জমির বোর ধান উৎপাদন হুমকীর মুখে পড়েছে। জানাযায়, উপজেলার পুরহরি দক্ষিণ পাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর কমিটি নির্বাচন নিয়ে বিরোধ থাকায় সরকার প্রদত্ত গভীর নলকূপে ৬ দিন ধরে বন্ধ রয়েছে। পুরহরি গ্রামের উক্ত সমিতির সুরুজ আলীর পুত্র ও সাবেক সভাপতি মোঃ আবু সিদ্দিক,তার ভাই আঃ রাজ্জাক,তার পুত্র সুমন মিয়ার নেতৃত্বে কিছু লোকজন নিয়ে গত বুধবার (৬ ফেব্রুয়ারী) সেচের ড্রেন ভেঙ্গে ফেলে ও সেচ পাম্প বন্ধ করে দেয়। পানি সরবরাহ বন্ধ থাকায় ধান ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষেতের ধান রক্ষায় তারা প্রশাসন ও বিআরডিবির কর্মকর্তাদের দারস্থ হলেও কোন প্রতিকার পাচ্ছেন না। সময়মতো পানি না পেলে প্রায় ৮০ একর জমির ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের। তবে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিআরডিবির কর্মকর্তারা। দু-পক্ষের মধ্যে একাধিক বার চেষ্টা করেও সমাধান করা যাচ্ছে না বলে জানান উপজেলা বিআরডিবির আরডিও। এ সময়টাতে পানি না পেলে ফলন বিপর্যয়সহ ধানগাছ নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন পুরহরি গ্রামের কৃষকরা। মাঠে যারা ধান আবাদ করছেন, তাদের প্রায় সবাই বর্গাচাষি। সমিতির বর্তমান সভাপতি মোফাজ্জল হোসেন জানান, সাবেক সভাপতি আমার সাথে নির্বাচন করে পরাজিত হয়ে এখন আমার কাছে টাকা চায় টাকা না দেওয়ায় সেচপাম্প বন্ধ করে দিয়েছে। সমিতির সাবেক সভাপতি সিদ্দিকের সাথে সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
খবর৭১/জি: