জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

0
385

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরির মামলার পলাতক আসামী জমির উদ্দিন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের আক্কুল আজিমের পুত্র। রবিবার বিকেলে জগন্নাথপুর থানার এ এস আই তপন দেব, এ এস আই প্রনয় নাল ও এ এস আই অরুন সিংহার নেতৃত্বে একদল পুলিশ লোহারগাঁও এলাকার চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের গেইটের সামন থেকে তাকে গ্রেফতার করে।
খবর৭১/জি;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here