নড়াইলে বিবাহ বাড়ীতে সংঘর্ষের ১৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের

0
326

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিবাহ বাড়ীতে সংঘর্ষের ঘটনায় লোহাগড়া থানায় ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনায় তজিবার শেখের ছেলে উজ্জ্বল শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় ৬/০২/১৮ তারিখে গোঞ্জর শেখ (৬০), গোঞ্জর শেখের ছেলে জহির শেখ(৩০),মেহেদী শেখ ( ২৫), লায়েব আলী শেখ(৬০), মনির শেখ( ৩০) ,কামাল শেখ ( ৩০), ওবায়দুল শেখ(৪৫), ফারুক শেখ(৩৫), আহাদ ফকির (৪৫), মুরাদ ফকির( ৩৮)সহ মোট ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামালার বিবরনে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি বাদীর ভাই জুয়েল শেখের বিবাহ অনুষ্ঠানে আসামীদের দাওয়াত না করায় তারা বিবাহ অনুষ্ঠান বানচালের ষড়যন্ত্র করে আসছিলো, তারই ধারাবাহিকতায় ঐদিন সন্ধ্যা ৬ টার দিকে আসামীরা ধারাল অস্ত্রে সজ্জ্বিত হয়ে বাদীর বাড়ীতে এসে আসামী লায়েব আলীর হুকুমে হামলা চালিয়ে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি করে। এসময় বাদীর পিতা তজিবর শেখ ঠেকাতে গেলে গোঞ্জর শেখের ছেলে জহির শেখ(৩০) ত্রিফলা দিয়ে তাকে হত্যার উদ্যেশ্যে গলা লক্ষ্য করে কোপ দেয়। এতে তিনি মারাত্মক ভাবে আহত হন। এ সময় গোঞ্জর শেখ বিবাহের সকল উপ ঢৌকন লুটপাটের নির্দেশ দেন। আসামীরা সকল নগত টাকা সহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাদীর চাচা বাচ্চু শেখ ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তারা নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here