দুপচাঁচিয়ায় মোটরসাইকেল চুরি ও মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে গ্রেপ্তার-৫

0
284

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানা-পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিনজন ও দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলতাফনগর কইল গ্রামের শাহিনুর রহমান(২৭), কাহালুর কল্যানপুর গ্রামের আব্দুল কাফি(২৮), পীলখঞ্জ গ্রামের ফেরদৌস আলী(৩০) এবং মাদক বেচাকেনার অভিযোগে দুপচাঁচিয়ার উত্তর জয়পুরপাড়ার মিলু খান(৩৫) ও কুপাড়ার শিরীন বেগম(৩৩)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিনজনকে চুরি মামলা এবং মাদকদ্রব্য বেচাকেনার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলা মাদকবিক্রেতার কাছ থেকে ২৪০ গ্রাম গাজা এবং মিলু খানের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here