খবর ৭১:ভারতের কিছু প্রান্ত এমন রয়েছে যেখানে দারিদ্র ও অভাব এমন পর্যায়ে পৌঁছেছে যা শহরের মানুষের কল্পনারও বাইরে। মধ্যপ্রদেশে একজন মা যা করলেন তার জন্য তিনি দায়ী নাকি অভাব তা বড় প্রশ্ন হিসাবে উঠে এসেছে।
শিশুর বয়স মাত্র এক বছর। খিদের জ্বালায় সে কাঁদত, দুধ খেতে চাইত। আর সেজন্য মা রেগে গিয়ে তার গলা কেটে ফেলল।
পুলিশ অপরাধে অভিযুক্ত মা-কে গ্রেপ্তার করেছে। তার নাম অনিতা। ঘটনার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিল না বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে শিশুর গলা কাটা হয়েছে। মেয়ের কান্না শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি অনিতা। মেজাজ হারিয়ে মেয়েকে খুন করেছে।
অভিযোগ, তারপরে ঘরে তালা দিয়ে এক আত্মীয়র বাড়িতে চলে যায় ওই মা।
প্রতিবেশী এক নারী লক্ষ্য করেন, মেয়েকে না নিয়েই অনিতা বাড়িতে তালা দিয়ে গিয়েছেন। তা দেখে সন্দেহ হওয়ায় তিনি আশপাশের লোক ডেকে দরজা খুলে দেখেন ঘর শিশুটির রক্তে ভেসে যাচ্ছে। তারপরই পুলিশে খবর দেওয়া হলে অনিতাকে গ্রেপ্তার করা হয়। ঠিক কী কারণে নিজের মেয়েক খুন করল অনিতা তা নিয়ে তদন্ত করছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
খবর ৭১/ ই: