শেরপুরে বিক্ষোভের প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক

0
286

শেরপুর প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করার প্রস্তুতি কালে ৯ ফেব্রুয়ারী পুলিশ শেরপুর শহরের শহীদ মিনার চত্বর এলাকা থেকে জেলা বিএনপির সাবেক যগ্ম-আহ্বায়ক প্রভাষক মামুনুর রশীদ পলাশসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গেফতারকৃত অন্যনেতারা হচ্ছেন, মিল্টন, করিম ও ইদ্রিস আলী। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মামহুমুদল হক রুবেল বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের নেতাকর্মীদের মাঠেই আসতে দিচ্ছে না। আমরা কোন বিশৃঙ্খলা করা তো দূরে থাক আমরা কোন মিটিং মিছিলই তো করিনাই। প্রতি রাতেই আমাদের নেতাকর্মীদের বাসা-বাড়ীতে হানা দিচ্ছে পুলিশ। এদিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here