জগন্নাথপুর প্রতিনিধি:
শিক্ষা ঐক্য শান্তি প্রগতির ব্রত নিয়ে উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের কেশবপুর এলাকার শিক্ষানুরাগী দানশীল ও সমাজকর্মী যুবকদের সমন্বয়ে প্রতিষ্টিত কেশবপুর সৌরভ যুব সংঘের উদ্যোগে সংগঠনের সেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশবপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর সৌরভ যুব সংঘ যুক্তরাজ্য শাখার সভাপতি ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ’কের সহ-সভাপতি মো: আব্দুল মজিদ বলেছেন, সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন সেবামূলক সংগঠন এলাকার আসহায় দরিদ্র জনগোষ্টির কল্যানে কাজ করে যাচ্ছে। তিনি ১৯৯৩সালে প্রতিষ্টিত কেশবপুর সৌরভ যুব সংঘ কর্তৃক শিক্ষা ও সামাজিক কার্যক্রমের ফিরিস্থি তুলে ধরে বলেন এলাকার প্রতিটি সেবামূলক কর্মকান্ডে কেশবপুর যুব সংঘের অবদান রয়েছে। সংগঠনটির কার্যক্রমকে আরো গতিশীল করে তুলতে বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত সৌরভ যুব সংঘের সকল সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। কেশবপুর সৌরভ যুব সংঘের সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় ভিডিও কন্ফারেন্সে সৌরভ যুব সংঘের সদস্যসহ এলাকাবাসীর উদ্দেশ্যে সংঘের অতীত ও বর্তমান কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে অবস্থানরত কেশবপুর সৌরভ যুব সংঘের প্রতিষ্টাতা সদস্য আনহার মিয়া মুন্না, আব্দুল ওয়াদুদ, মো: লেচু মিয়া, আবু সুপিয়ান। কেশবপুর সৌরভ যুব সংঘের সাধারন সম্পাদক আবুল হাসনাত আমিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সৌরভ যব সংঘ যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক লায়েক আলী বাহাদুর, কেশবপুর গ্রামের মুরব্বী জিলু মিয়া, বশর মিয়া, আরব আলী, আব্দুল জলিল, সৌরভ যুব সংঘের সাবেক সভাপতি সালা উদ্দিন মিটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুন সমাজকর্মী রুমেন আহমদ, কেশবপুর সৌরভ যুব সংঘের সহ-সভাপতি তৈয়বুর রহমান তৈয়ব, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির, ক্রীড়া সম্পাদক আলী হোসেন, সদস্য সেলিম আহমদ, টিটু আহমদ, আমির আলী, বাচ্চু মিয়া, নছির মিয়া, কামরুল ইসলাম তেরাই। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সৌরভ যুব সংঘের কোষাধ্যক্ষ মোহন মিয়া, দপ্তর সম্পাদক নছির মিয়া,সমাজ কল্যান সম্পাদক সুজাব আহমদ, সদস্য আনোয়ার হোসেন, সাধু মালাকার, ধীরেন্দ্র বৈদ্য, রমজান আলী, রজব আলী, আছকির মিয়া, লন্ডন প্রবাসী রুবেল আহমদ, মমিন মিয়া, এরশাদ মিয়া, আলামিন, আফজল মিয়া, রুহিন মিয়া, আলমগীর হোসেন, রিপন মিয়া, শাকির মিয়া, দুদু মিয়া, সমছুল মিয়া, দবির মিয়া, জামিল আহমদ, হোসেন মিয়া, নুরুল আমীন, জুয়েল মিয়া, সেলিম মিয়া, আকিক মিয়া প্রমূখ।
খবর৭১/এস: