শায়েস্তাগঞ্জে ছাত্রদল নেতা শিপনসহ আটক ২

0
360

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর শিপনসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আরেক ছাত্রদল নেতা আবু হেনা জাহেদ সিদ্দিকী।
এর আগে বৃহস্পতিবার বিকালে শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় পুলিশ আহত হলে রাতেই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ এসল্ট মামলায় তাদের আটক করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here