চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় শিক্ষা বিষয়ক সাহায্য সংস্থ্যা অপরাজিত’র উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বেড়গোবিন্দপুর বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ঠ ব্যবসায়ী মাহবুব আলম বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান মনির, অপরাজিত’র পরিচালক ও শিক্ষক আবু সেলিম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক অমেদুল ইসলাম, সহকারী শিক্ষক অপূর্ব কুমার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক আকরামুল ইসলাম, জাফর ইকবাল, তানভীর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বেড়গোবিন্দপুর গ্রামের দ্বিতীয় থেকে নবম শ্রেনী পর্যন্ত মোট ৫৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকণ বিতরণ করা হয়। সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা এলাকায় নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছে। এরমধ্যে শিক্ষা বিষয়ক সহায়তা দান, শিক্ষার মান উন্নয়ন ও হার বৃদ্ধি, স্বেচ্ছয় রক্তদান, যৌতুক ও বাল্য বিবাহ দুরিকরণ, বৃক্ষ রোপন উল্লেখযোগ্য।
খবর৭১/এস;