নড়াইলে দু’পক্ষের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, আহত ১৫

0
306

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দু’পক্ষের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত ১৫ এলাকায় পুলিশ মোতায়েন নড়াইলের সরুশুনা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুনরায় সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরুশুনা গ্রামের গোলজার শেখ ও বাচ্চু শেখ গ্রুপের মধ্যে বেশকিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বিকেল থেকে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোলজার শেখের বাড়ির পাশে দু’পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গোলজার শেখ গ্রুপের গোলজার শেখ (৬০) আহাদ ফকির (৫০), কামাল হোসেন (৬২), মেহেদী শেখ (৩০), শহীদ ফকির (৪৫), ফারুক শেখ (৪০), মহাসিন শেখ (৫৭), তজিবর শেখ (৬০), সম্রাট শেখ (২৭), বাচ্চু গ্রুপের বাচ্চু শেখ (৬৫), ভাদু মিয়া (৬০), ইউপি সদস্য জাকির হোসেন (৫০)সহ কমবেশি ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৬জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম,আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে, জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের কথা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here