সিরাজগঞ্জে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মী আটক

0
335

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
নাশকতা, অগ্নিসংযোগ, পুলিশে কাজে বাধাসহ একাধিক মামলায় সিরাজগঞ্জে পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শাহজাদপুর ও উল্লাপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক রুবেল মাহমুদ, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পোরজানা ইউনিয়ন বিএনপির সদস্য নাজমুল হোসেন মালু, শাহজাদপুর পৌর জামায়াতের সাবেক আমীর আব্দুর রাজ্জাক ও উল্লাপাড়া উপজেলা ছাত্রদল কর্মী আমিরুল ইসলাম। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রকিবুল হুদা ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here