উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরকদ্রব্য আইন মামলায় নড়াইলের আউড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) গভির রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। নড়াইল সদর থানার এসআই ভবতোষ কুমার,আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে জাহিদুর রহমান নাহিদকে ডিবি পুলিশ গ্রেফতারের পর থানায় সোপর্দ করে। গত ৪ ফেব্রুয়ারি নড়াইল সদর থানায় দায়েরকৃত নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরকদ্রব্য মামলায় জাহিদকে গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত একটি মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নড়াইল জেলা থেকে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।#