ছাতকের খিদ্রাকাপনে ৩দি ব্যাপী লীলা কীর্তন

0
416

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রকাপন গ্রামে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা কীর্তন আয়োজন করা হয়েছে। খিদ্রাকাপন-জাউয়া সনাতন ধর্মাবলাম্বী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত হরিনাম ও লীলা কীর্তন আজ মঙ্গলবার রাতে শুভ অধিবাসের শুরু করা হবে। কীর্ত্তন অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা ৬ টায় পবিত্র গীতা ও শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, রাত ৮ টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ আদিবাস। আগামীকাল বুধবার আগত ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে দধি ভান্ডর ভঞ্জন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে হরিনাম লীলা সংকীর্তনের সমাপ্তি ঘটবে। কীর্তন পরিবেশন করবেন ভারত ধর্মনগর থেকে আগত কীর্তনীয়া শ্রীযুক্ত সুশেন বৈদ্য, বনগাঁও থেকে আগত শ্রীযুক্তা সুপ্রিয়া সরকার, কলকাতা থেকে আগত শ্রীযুক্তা সম্পা গোস্বামী এবং নেত্রকোনা ও বিয়ানীবাজার থেকে আগত কীর্তনীয়া বৃন্দ। হরিনাম ও লীলা সংকীর্তন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলাম্বী ভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নামসুধা ও মহাপ্রসাদ গ্রহনের বিনিত অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here