জগন্নাথপুর প্রতিনিধি:
দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সীমান্তে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের উত্তরের মাঠে বসন্ত মেলার নামে অশ্লিল যাত্রা গান ও জুয়ার আসর বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। সোমবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল কাইয়ুম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হকসহ প্রায় ৩শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ (ওসি)সহ জনপ্রতিনিধির নিকট দাখিল করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের উত্তরে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সীমান্তে সাদিপুর গ্রামের কিছু সংখ্যাক কতিপয় লোকজন বসন্ত মেলার নামে আগামি ৮ ফেব্রুয়ারী থেকে যাত্রাগান, মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপের আয়োজন করেছে। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে যাত্রার নামে অসামাজিক কার্মকান্ড বন্ধ করনের দাবী জানানো হয়। এদিকে বসন্ত মেলার নামে যাত্রা ও জুয়ার আসর বন্ধের প্রতিবাদে শনিবার সন্ধ্যা রাতে সাদিপুর গ্রামের কুতুব উদ্দিনের বাড়িতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় সাদিপুর গ্রামের সর্বস্তরের জনসাধারন স্বত:স্পূর্ত ভাবে অংশ গ্রহন করেন। বিশিষ্ট মুরব্বী বশির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সাদিপুর গ্রামের বাসিন্দা মো: আব্দুল হক, কুতুব উদ্দিন, আব্দুল তাহিদ, আবু তালেব, আকিক মিয়া, সমছু মিয়া, কাঁচা মিয়া, রংগু মিয়া, খোকন মিয়া, হান্দান মিয়া, ছুরুক মিয়া, সুফি মিয়া, জিতু মিয়া, সজ্জাদ মিয়া, কপিল মিয়া, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন, তুতি মিয়া, দুলাল মিয়া, শফি মিয়া, শফিকুল আহাদ, রেজাউল করিম, আবুল হোসেন, ফারুক মিয়া, হাজি তবারক আলী, মুক্তার মিয়া, শিব্বির আহমদ, মো: সোবহান মিয়া, ক্বারী মোতালেব মিয়া, আতাউর রহমান প্রমূখ।
খবর ৭১/ ই: