খবর ৭১: ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে পৌঁছে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রা. এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার সাড়ে ৫ টায় সার্কিট হাউজ থেকে হযরত শাহজালাল রা. এর মাজার জিয়ারতে যান তিনি। বেগম জিয়া মাজারে পৌঁচ্ছান সন্ধ্যা ৬ টার সময়। মাজার জিয়ারত করে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন। এবং সেখানে দোয়া ও ফাতেহা পাঠে অংশনেন। সেখান থেকে ৬:৪৫ মিনিটে হযরত শাহ পরাণ রা. এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
উপস্থিত নেতাকর্মীরা বেগম জিয়াকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন ‘বেগম জিয়া আমার মা, জেলে জেতে দিব না।
দলীয় সূত্র জানায়,মাজার জিয়ারতের পর সার্কিট হাউজে ফিরেবেন খালেদা জিয়া। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর রাতেই ঢাকার পথে রওনা হবেন তিনি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউজে গিয়ে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর।
সফরে বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।