খবর৭১:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে তিনি সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে এর সৌজন্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেয়া নৈশ ভোজে অংশ নেবেন।
এর আগে দুপুরে ২টা ৫৫ মিনিটে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরে সুইজ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে আঁলা বেরসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।
খবর৭১/জি: