উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নাশকতার আশংকায় নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের আদালতপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি আনোয়ার হোসেন, আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নাশকতার আশংকায় জুলফিকার আলীকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও নড়াইল সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তাকে কারাগারে থাকতে হয়েছে।
খবর৭১/এস: