খবর৭১: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে শ্রীলঙ্কা। শনিবার টেস্টের চতুর্থ দিন সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ৫১৬ রান করেছে লঙ্কাবাহিনী।
অর্থ্যাৎ ৩ রানের লিড নিয়েছে তারা। রোশেন সিলভা ৯৩ ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ৪৩ রানে ব্যাট করছেন।
এর আগে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫০৪ রানে তৃতীয় দিনের (শুক্রবার) খেলা শেষ করেছে সফরকারীরা। রোশেন সিলভা ৮৭ ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ৩৭ রানে অপরাজিত ছিলেন।
লঙ্কানদের স্কোর কোথায় গিয়ে থামবে সেটি সময়ই বলে দিবে। তবে টাইগার সমর্থকদের আশা চতুর্থ দিনে ঘুরে দাঁড়াবে মাহমুদউল্লাহর দল।
গতকাল ছিলো টাইগারদের আরো একটি হতাশার দিন। তৃতীয় দিনে মাত্র দু’টি উইকেটের দেখা পায় টাইগারবাহিনী। উইকেট দুটি নিয়েছেন মোস্তাফিজ ও তাইজুল।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।
খবর৭১/এস: