খবর ৭১: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাহমুদুল্লাহর ব্যাটিং নৈপুণ্যে সব উইকেট হারিয়ে ৫১৩ রানে শেষ হয় বাংলাদেশেরর প্রথম ইনিংস। ১২৮ বলে ৭ বাউন্ডারি ২ ছক্কায় ৭৭ রানে ব্যাট করছে মাহমুল্লাহ।
দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত মুমিনুল ও মোসাদ্দেকের উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। এরপর মিরাজকে সাথে নিয়ে ২৭ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২০ রান করে মিরাজ রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে সানজামুলকে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। মুস্তাফিজ অপারাজিত আছেন ২০ বলে ৮ রানে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ রান করেন।
শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল ২টি এবং দিলরুয়ান পেরেরা-লক্ষণ সান্দাকান ১টি করে ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ৩ উইকেট।