শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. মো: মাসুদুর রহমান সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে, শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়ের কেবিনেট নির্বাচনে সদস্য পদে তাঁর কন্যা ১০ম শ্রেণীর শিক্ষার্থী রিদিতা রহমান বিজয়ী হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারী ২০১৮) তারা উভয়ই বিজয়ী হন। এ ঘটনায় তাদের পরিবারে আনন্দের বন্যা বইছে। এদিকে, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর স্থায়ী পরিষদের সদস্য, শরীয়তপুর জেলা আরজেএফ’র সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মাসুদুর রহমান এবং তাঁর কন্যা সন্তান রিদিতা রহমান বিজয়ী হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, যুগ্ম মহাসচিব মো. আল-আমিন (শাওন) এলএল.বি ও শরীয়তপুর জেলা আরজেএফ’র অর্থ সম্পাদক মো. রোমান আকন্দ প্রমুখ।
উল্লেখ্য, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাড. মির্জা মো. হজরত আলী সভাপতি ও অ্যাড. মো. আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি ২০১৮) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি অ্যাড. মো. আলমগীর হোসেন হাওলাদার, অ্যাড. মো. ফেরদাউস মিয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মো. আজিজুর রহমান রোকন, অ্যাড. মো. মৃধা নজরুল কবির, কোষাধ্যক্ষ অ্যাড. মো. আবুল কাশেম সরদার, লাইব্রেরী সম্পাদক অ্যাড. মো. শহীদুজ্জামান সিকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. মাসুদুর রহমান, প্রচার সম্পাদক অ্যাড. মো. নুরুল হক হাওলাদার, কার্যনির্বাহী সদস্য অ্যাড. ছায়েদুর রহমান (ছাইদ), অ্যাড. রুহুল আমিন, অ্যাড. মো. মনোয়ার হোসেন, অ্যাড. মো. হেলাল উদ্দিন আখন্দ ও অ্যাড. মো. জুলফিকার আলী। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট আলী আহম্মেদ খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অ্যাড. মো. মাহবুবুর রহমান খান (স্বপন) ও অ্যাড. মো. নুরুল হক হাওলাদার। এদিকে, নব-নির্বাচিত নেতৃবৃন্দরা আইনজীবীদের কাছে কৃজ্ঞতা প্রকাশ করেছেন। আর আইনজীবীরাও তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
খবর৭১/এস: