খবর৭১:দক্ষিণ কোরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে উঠেছিলেন হিউন। তবে শেষ চারের ম্যাচে কোন চমক দেখাতে পারলেন না এই তারকা। চুং হিউনের যাত্রা থামিলে ফাইনালে শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার। এ নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সুইস এই তারকা।
মেলবোর্নে সেমি-ফাইনালে প্রথম সেট ৬-১ গেমের সহজ জয় পায় ফেদেরার। দ্বিতীয় সেটেও ৫-২ গেমে এগিয়ে ছিলেন সুই এই তারকা। এরপরই বাঁ পায়ে ফোস্কার সমস্যায় পড়েন হিউন। শেষ পর্যন্ত সেমিফাইনালের লড়াই থেকে নিজের সরিয়ে নিতে বাধ্য হন দক্ষিণ কোরিয়ার এ টেনিস তারকা। এর আগে নোভাক জোকোভিচকে হারিয়ে শেষ চারে উঠেছিলেন হিউন।
রোববার শিরোপা লড়াইয়ে রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। এ শিরোপা জিতলেই সর্বোচ্চ ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর তালিকায় নোভাক জোকোভিচ ও রয় এমারসনকে স্পর্শ করবেন সুইস তারকা।
খবর৭১/জি: