খবর৭১,গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কোচিং বাণিজ্য, নোট বই ও গাইড বই বিরোধী মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দের ব্যানারে মঙ্গলবার সকাল ১১ টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত হয় এ মানব-বন্ধন কর্মসূচী। এতে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও কিছু-সংখ্যক শিক্ষক। কর্মসূচী চলাকালে জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাদারীপুর লিগ্যাল এইডের জেলা সমন্বয়কারী মল্লিক হাবিবুর রহমান, জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মিজানুর রহমান মানিক, প্রমুখ।
খবর৭১/জি: