সুন্দরগঞ্জের এক অধ্যক্ষকে তথ্য দেয়ার নির্দেশ: তথ্য কমিশন

0
357

খবর৭১:আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ১৫ দিনের মধ্যে সাংবাদিককে তাঁর চাহিত তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
মঙ্গলবার বিকাল আড়াইটায় ঢাকাস্থ আগারগাঁও তথ্য কমিশন কার্যালয়ে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিকের দায়েরকৃত ২৯৫/২০১৭ নম্বর অভিযোগ শুনানীকালে এ আদেশ দেন নব-নিযুক্ত প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। এসময় অভিযোগকারী সাংবাদিক ও অভিযুক্ত উক্ত কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী উপস্থিত ছিলেন। শুনানী পূর্বে এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী ভূল শিকার পূর্বক ভবিষ্যতে আর এমন হবে না। এছাড়া, অভিযোগকারী সাংবাদিককে তাঁর চাহিত তথ্য সমূহ যথাসময়ে প্রদানের আশ্বাস দেয়ায় অর্থদণ্ড থেকে রেহাই পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here