খবর৭১:রাজধানীর সবুজবাগ এলাকায় একটি টিনশেট বাসা থেকে ফ্যানের সঙ্গে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার এসআই রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজবাগের আহমেদবাগ কমিউনিটি সেন্টারের পাশে একটি টিনশেট বাসা থেকে মা স্বান্তনা (২৫) ও মেয়ে মাহফুজার (২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
খবর৭১/জি