খবর৭১:মার্কিন সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা ফেডারেল সরকারের অর্থায়ন বিষয়ে আজ সোমবার ভোটের সময় ঘোষণা করেছেন। শনিবার তিনি এ ঘোষণা দেন।
গত শুক্রবার রাতের মধ্যে সরকারের বিভিন্ন সেবা সচল রাখার জন্য প্রয়োজনীয় স্বল্প মেয়াদী তহবিলের ব্যাপারে আইনপ্রণেতারা একমত হতে ব্যর্থ হয়ে পরস্পরকে দোষারোপ করছেন। এদিকে বিলটি পাশ না হওয়ায় ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ করে দিতে হচ্ছে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল এক বিবৃতিতে বলেন, আমি আপনাদের এ ব্যাপারে আশ্বস্ত করছি যে সোমবার এই ইস্যুতে ভোটাভুটি হবে।
খবর৭১/জি: