খবর৭১: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখে তালেবান জঙ্গিদের আকস্মিক হামলায় সরকারপন্থি অন্তত ১৮ মিলিশিয়া নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় নেতা ও তালেবান বিরোধী যোদ্ধাদের কমান্ডার হাজী হামিদুল্লা ও তার ছেলে ওবায়দুল্লাহ্ও রয়েছে।
রবিবার এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়ার এ খবর প্রকাশ করেছে।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, রবিবার রাতে শোলগ্রা জেলার বোজবয় গ্রামে এই ঘটনা ঘটে। তালেবান জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিতে এ হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে লোকাল আপরাইজিং গ্রুপের ১৮ সদস্য প্রাণ হারায়।
এদিকে হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ্ মুজাহিদ টুইটারে জানান, মিলিশিয়াদের মাঝে একজন তালেবান যোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল থাকায় হামলাটি চালানো সহজ হয়েছে।
খবর৭১/এস: