জগন্নাথপুরে পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
423

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধি :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে মা দের পাশাপাশি শিক্ষকদের ভুমিকা গুরুত্বপূর্ন। তিনি বলেন দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুতের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জগন্নাথপুর পৌরসভাকে আধুনিকায়ন করনে ইতোমধ্যে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তিনি পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও এলাকায় ৩টি ব্রিজ নির্মানের প্রতিশ্রুতিসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী দেশের অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হোসাইন মোহাম্মদ হাই জকি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান পাখি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়ার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, বঙ্গবন্ধু বেসরকারি ডিপ্লোমা ডাক্তার পরিষদ সিলেট বিভাগের আহবায়ক ডা: নজরুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, আদর্শ সমাজ কল্যান যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আদর্শ সমাজ কল্যান যুব সংঘের সেক্রেটারী উবায়দুল হক জাবেদ। সমাবেশে প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, এলজিইডি জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হারুন অর রশীদ চৌধুরী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, সহকারি শিক্ষা অফিসার কামাল উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলার দেলোয়ার হোসাইন, কাউন্সিলার দ্বিপক গোপ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুজাত মিয়া, সাবেক ইউপি সদস্য আহমদ মিয়া, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েক আহমদসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here