জগন্নাথপুরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

0
550

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে কমিটি ঘোষনা ছাড়াই শনিবার জগন্নাথপুর উপজেলা ও পৗর সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্টিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার বলেছেন যারা শ্রম ও ঘাম দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ হিসেবে কাজ করে যাচ্ছেন তাদের সংগঠন হচ্ছে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ। সাবেক ত্যাগী ও নির্যাতিত ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে সেচ্ছাসেবকলীগ শেখ হাসিনার চিন্তা চেতনা ও সিদ্ধান্তকে বাস্তয়নে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন আমরা শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই আমরা কাজ করে যাবো। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন দেশে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে একদল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা সভাপতি মো: সুয়েব চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ। জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি দেবাশীষ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবু অ্যাডভোকেট মানিক ঘোষ, শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা, সদস্য জামিল আহমদ, অ্যাডভোকেট এম কামাল উদ্দিন আহমদ, আব্দুল লতিফ নুতন, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেবাংশু দাস মিঠু। জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মো: ছালিক আহমদ ও উপজেলা সেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহ মো: আব্দুল মুনিম সুজেলের যৌথ পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। সম্মেলনের উপস্থিত নেতাকর্মীরা কমিটি ঘোষনার দাবী জানালে প্রধান অতিথি পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট জমা দেয়ার নির্দেশ দেন। কমিটি ঘোষনা না করায় নেতাকর্মীরা সম্মেলন স্থলে কমিটি ঘোষনা করতে স্লোগান শুরু করলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলে নেতাকর্মীরা শান্ত হয়ে পড়ে। এদিকে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগের সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যনার পেষ্টুন সম্বলিত খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here