বাগেরহাটে জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন পালিত

0
323

হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট প্রতিনিধি:
জাতীয়তাবাদি দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের সরুস্থ জেলা বিএনপির কার্যালয়ে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আব্দুল হাই, মোঃ এস্কেন্দার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা যুব দলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু ,পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান, থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এসএম সাজ্জাদ হোসাইন, মহিলা দলের আহবায়ক সাহিদা আক্তার, বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলাম শান্ত ,মহিউদ্দিন জিলানী,প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন। তার আদর্শের গড়া জাতীয়তাবাদি দল আগামীতে ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here