মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0
520

খবর৭১: মাদারীপুর প্রতিনিধি :-মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকা পাকদী নবিন যুব সংঘ ক্লাবের আয়োজনে আজ শুক্রবার বিকেলে মেধাবী ও কৃতী শিক্ষার্থী এবং গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে শিক্ষা সামগ্রী বিতারন করা হয়।

প্রবাসী কৃতি সন্তান আনোয়ার দেওয়ান, রুহুল আমিন ফরাজি , কামাল হোসেন, ভিনু,সাইদুল হক ফরাজি এর আর্থিক সহায়তায়,হাবিবুর রহমান মোল্লা সভাপতিত্বে, ইকবাল মাহামুদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ,মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এর কমিশনার জাকির হোসেন হাওলাদার,সংরক্ষিত মহিলা কমিশনার ডেইজি আফরোজ, মাদারীপুর সদর থানার এস আই প্রদিব বাবু,মাওলানা হাসানাত আলী ফারুকী সমাজসেবক, লিটন ফরাজি (শিক্ষক), সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য লোকজন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলান পাকদী নবিন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজী।

অনুষ্ঠান শেষে ১০জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও ৫৮জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলেদেন অতিথিরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here