নারায়গঞ্জের ঘটনার ফুটেজ পুলিশের কাছে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

0
369

খবর৭১:নারায়গঞ্জের ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । যারা অস্ত্র দেখিয়েছে, ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীকে গ্রেপ্তার চেষ্টা করছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুমে মঙ্গলবার নারায়ণগঞ্জে হওয়া সংঘর্ষের বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় আসাদুজ্জামান খান জানান, ইজতেমায় নিরাপত্তার বিষয়টি সরকার নিশ্চিত করেছে। গোয়েন্দা নজরদারিসহ সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে মুসল্লিদের স্বাস্থ্য সেবা, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন ধরনের সেবামূলক ব্যবস্থা প্রথম পর্বের মতোই এবার রাখা হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, এডিশনাল আইজি ড. জাবেদ পাটোয়ারী, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদ প্রমুখ ও দলের নেতা কর্মী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here