শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে পঞ্চম দিনের মতো অনশন পালন

0
417

খবর৭১:শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পঞ্চম দিনের মতো অনশন পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত পাঁচটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে তারা এই আন্দোলন করছে।

গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকরা অবস্থান ধর্মঘট শুরু করেন। দাবি আদায়ে সরকার থেকে কোনো আশ্বাস না পেয়ে অনশন শুরু করে। পঞ্চম দিনে দেখা গেছে, শিক্ষকরা দলে দলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আন্দোলন ফলপ্রসূ না করে কেউ ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন।

আজ সকাল ১১টার দিকে জাতীয়করণের দাবিতে প্রায় শ খানেক শিক্ষক রাস্তায় শুয়ে-বসে আছেন। তাদের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ জন নারী রয়েছে। অনশনে কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এক শিক্ষক জানান, প্রচণ্ড শীতে রাতে খোলা আকাশের নিচে অনশন করায় এখন পর্যন্ত তাদের ৬৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here