আবারও শুভেচ্ছাদূত মিম

0
502

খবর ৭১: সুসময় পার করছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি ইউটিউবে তার অভিনীত ‘আমি নেতা হব’ ছবির ‘লাল লিপস্টিক’ গানটি প্রকাশিত হয়েছে।
শাকিব খানের সঙ্গে এ গানটিতে অন্য এক মিমকে দেখেছেন দর্শক। এ গানটির জন্যই প্রশংসায় ভাসছেন এ তারকা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন তিনি। সম্প্রতি হোম টেক্স নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন মিম।

এখন থেকে আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারে কাজ করবেন তিনি। শিগগিরই এর বিজ্ঞাপনও নির্মাণ করা হবে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিষ্ঠানটির পণ্য এবং তাদের শর্ত আমার পছন্দ হয়েছে। তাই তাদের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির কযেকটি বিজ্ঞাপনেও অংশ নেব।’

মিম এর আগেও কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। এদিকে তার অভিনীত ‘পাষাণ’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। অন্যদিকে ‘আমি নেতা হব’ ছবিটি ভাষা দিবস উপলক্ষে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here